বাংলা একাডেমির মহাপরিচালকের ছেলেকে মারধর, সাবেক ছাত্রলীগ নেতা আটক
- ২১ নভেম্বর ২০২১, ০৭:১৩, আপডেট: ২১ নভেম্বর ২০২১, ০৯:১০
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে মুহম্মদ রিশাদ হুদাকে ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ থানা এলাকায় সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে রিশাদ হুদাকে মারধর করা হয়। রিশাদ বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট।
পুলিশ জানায়, ঘটনার পর সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রিশাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে শাহবাগ থানায় যান তারা।
শাহবাগ থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, বিকাল ৪টার দিকে কাঁটাবন এলাকায় মোটরসাইকেলের হর্ন দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।
রিশাদের এক সহকর্মী জানান, বিকালে কাঁটাবন থেকে শাহবাগের দিকে আসছিলেন রিশাদ। তার সামনে একটি ব্যক্তিগত গাড়ি ছিল। হর্ন দিয়ে ওই গাড়িটিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতেই রিশাদকে গালাগাল করেন চালক। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তিন–চারজন রিশাদকে মারধর করে। সেখানে উপস্থিত লোকজন এগিয়ে এসে রিশাদকে রক্ষা করেন।
তিনি জানান, কাঁটাবন থেকে রিশাদ মোটরসাইকেলে করে শাহবাগে আসার পর আবারো তার ওপর হামলা চালানো হয়। রিশাদের পরিচয় পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ সমঝোতা করতে আজিজ সুপার মার্কেটে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আলোচনার সময় বাইরে থেকে কয়েকজন এসে তার ওপর আবারো হামলা চালায়।
পুলিশ ঘটনাস্থলে আসার পর এক পুলিশকেও আহত করে তারা। পরে সহকর্মীরা ঘটনাস্থলে এসে রিশাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যা
এই ব্যাপারে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) কামরুজ্জামান সাংবাদিকদের জানান, কাঁটাবনে গাড়ির হর্ন দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এর জেরে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা