২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা নিহত - ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার রাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিং এক দুর্ঘটনা ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের ডেপুটি কন্ট্রোলার আশরাফুল আলম ওরফে বাচ্চু (৪৫) নিহত হন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা রেলওযয়ে (কমলাপুর) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের যাত্রী ছিলেন আশরাফুল আলম ওরফে বাচ্চু। খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিংয়ে ট্রেনটি ধীরগতিতে চলছিল। এ সময় আশরাফুল তার বোনকে নিয়ে ট্রেন থেকে নেমে রেললাইনের ওপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে রেলওয়ে ও ঢামেক পুলিশ জানান, আশরাফুল আলম ছুটিতে তার গ্রামের বাড়ি জামালপুরে গিয়েছিলেন। পরিবহন ধর্মঘটের কারণে বাস না চলায় তিনি ট্রেনে করে জামালপুর থেকে ঢাকায় ফিরছিলেন। তিনি মিরপুর শেওড়া পাড়ায় থাকতেন।

ওসি মাজহারুল হক আরো জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল