২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গুলশানে অগ্নিকাণ্ডে দগ্ধ মা-ছেলে আইসিইউতে

আহতদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। - ফাইল ছবি

রাজধানীর গুলশান-২-এ ছয়তলা আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এ দুর্ঘটনায় ওই বাসার গৃহকর্মীও দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- এ এম রফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী মালিহা আনহা উর্মি (৩২), তাদের শিশুসন্তান মাসরুর মো: রাফিন (২) এবং গৃহকর্মী মনি আক্তার (৩৫)। তাদের মধ্যে উর্মি ও তার ছেলে রাফিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। গৃহকর্মী মনিকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা: এস এম আইউব হোসেন বাসসকে বলেন, তিনজনকে আমাদের এখানে আনা হয়েছে। এদের মধ্যে মালিহা আনহা উর্মির ৭০ শতাংশ, তার ছেলে মাসরুর মো: রাফিন ৩০ শতাংশ এবং তাদের কাজের মেয়ে মনি ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। মালিহা আনহা উর্মি ও তার ছেলে মাসরুর রাফিনকে আইসিইউতে এবং কাজের মেয়ে মনিকে এইচডিইউতে রাখা হয়েছে। ওই নারীর (উর্মির) স্বামী এ এম রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় পিংক সিটি শপিং মলের পাশে আবাসিক ভবনের আগুন লাগার এক ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বাসস’কে জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

লিমা খানম বলেন, গুলশান-২ এর ১০৩ নম্বরের ৩৮ নম্বর বাড়ির ৬তলা ভবনের নিচতলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকজন গুরুতর আহত হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান

সকল