বিমানবন্দরে ২২ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ আগস্ট ২০২১, ১২:৩৫, আপডেট: ১০ আগস্ট ২০২১, ০০:৫৪
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিক গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪৩)। রোববার তাকে প্রথমে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর আটক করে। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে কাস্টমস কর্তৃপক্ষ। ওই মামলায় আটকৃত ব্যক্তি হাবিবকে গ্রেফতার দেখানো হয়।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আসামি হাবিবুর রহমানের কাছে ২২ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা