২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১৫ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

১৫ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু -

করোনার সংক্রমণ রোধে সরকার চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিমানসহ দেশীয় তিন বিমান পরিবহন সংস্থাকে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় বেবিচক। ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এরও আগে ১ জুলাই থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষিত হয়। তবে ঢাকা-লন্ডন-ঢাকা, দুবাই, মাস্কাট, দোহাসহ আন্তর্জাতিক রুটের ফ্লাইট ওঠামানা স্বাভাবিক থাকে।


আরো সংবাদ



premium cement