২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রেন চালুর ঘোষণা, টিকিট অনলাইনে

ট্রেন চালুর ঘোষণা, টিকিট অনলাইনে -

চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহার আগে আগামী ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, সব টিকিট অনলাইনে বিক্রি হবে। বন্ধ থাকবে কাউন্টার।

পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে এক সপ্তাহের জন্য শিথিল হচ্ছে কঠোর লকডাউন। ঈদে মানুষের বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে নেয়ার শর্তে গাড়ি চলাচলের সুবিধা দেয়া হবে। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। কোরবানির ঈদের বিষয়টি বিবেচনা করে পশুর হাট ও মানুষের চলাচলেও কিছুটা শিথিলতা থাকবে। এছাড়া বাকি সব বিধিনিষেধ বলবৎ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি করে। যা প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত আগামী বুধবার (১৪ জুলাই) শেষ হওয়ার কথা।


আরো সংবাদ



premium cement