২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গণটিকার নিবন্ধন শুরু হবে বৃহস্পতিবার

গণটিকার নিবন্ধন শুরু হবে বৃহস্পতিবার -

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী সকল মানুষকে টিকার আওতায় আনা হবে। আর এজন্য বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে গণটিকার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা: মিজানুর রহমান মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গণটিকার নিবন্ধন শুরু হবে বৃহস্পতিবার থেকে। সুরক্ষা অ্যাপে এখন তিনটি ক্যাটাগরিতে নিবন্ধন চলছে। গণটিকার নিবন্ধন শুরু হলে আগের মতো সবগুলো ক্যাটাগরিই খুলে দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক অধ্যাপক ডা: এবিএম খুরশীদ আলম সোমবার সাংবাদিকদের বলেছিলেন, আপাতত তিনটি ক্যাটাগরিতে অগ্রাধিকারের ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম চলছে। দুই এক দিনের মধ্যেই সবার জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেয়া হবে। এবং সুরক্ষা অ্যাপে আগের সবগুলো ক্যাটাগরি যুক্ত করে দেয়া হবে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement