মগবাজার বিস্ফোরণ : ভবনের নিখোঁজ নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ জুন ২০২১, ১৬:৫৪, আপডেট: ২৯ জুন ২০২১, ১৬:৫৫
রাজধানীর মগবাজারে বিস্ফোরণ হওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ভবনটির নিখোঁজ নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে আটজন নিহত হওয়ার তথ্য জানা গেল।
মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে হারুনুর রশিদের লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে আমাদের একটি টিম আরেকটি লাশ উদ্ধার করেছে। লাশটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি ওই ভবনে দায়িত্বে থাকা কেয়ারটেকারের। বিস্ফোরণের সময় থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার বলেন, দুর্ঘটনাস্থল থেকে সিকিউরিটি গার্ড মো: হারুনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাকবলিত তিনতলা ভবনের ডেব্রিস অপসারণ করে ওই ভবনের নিরাপত্তাকর্মী হারুনের লাশ উদ্ধার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা