২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মোহাম্মদপুরে টিনের ঘরে আগুন, ২ বছরের শিশুসহ মা-বাবা দগ্ধ

মোহাম্মদপুরে টিনের ঘরে আগুন, ২ বছরের শিশুসহ মা-বাবা দগ্ধ - ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় আগুন লেগেছে। এতে শিশু সন্তান ও মা-বাবাসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিনগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা হয়।

দগ্ধরা হলেন মো: সোহেল (৩৫), তার স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) ও দুই বছরের শিশু সন্তান মো: মোসালিন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছে, রাত ৩টার দিকে চিৎকার শুনে তাদের ঘুম ভেঙে যায়। পরে দেখেন ওই বাসার ভেতর আগুন জ্বলছে। তখন সোহেল ও লাবনী বাইরে। তাদের শরীরেও আগুন জ্বলছিল। আর তাদের শিশু সন্তানটি বাসার ভেতরেই ছিল। শিশুটিকে উদ্ধার করে সবাইকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মাদপুর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন নিভে যায়। আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, গ্যাসলাইন লিকেজ হওয়ায় বাসার ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয় বলে প্রথমিকভাবে জানা গেছে।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সোহেলের শরীরে ৭৫ ভাগ দগ্ধ, লাবনীর ৩০ ও মোসালিন ৮০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।


আরো সংবাদ



premium cement
ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং

সকল