তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি : ৩৩ বাংলাদেশী উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ মে ২০২১, ২০:৪৯
তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৩ বাংলাদেশী অভিবাসীকে উদ্ধারের কথা মঙ্গলবার জানিয়েছে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব অধিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
এছাড়া আরো ৫০ জনের অধিক এখনো নিখোঁজ রয়েছে বলেও জানায় ওই মন্ত্রণালয়।
তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জিকরি বলেছেন, তিউনিশিয়ার দক্ষিণ উপকূলে একটি তেল প্লাটফর্মে আটকে থাকা অবস্থায় এসব অভিবাসীদের তুলে আনা হয়।
‘এদের মধ্যে ৩৩ জন অভিবাসী রয়েছেন বাংলাদেশী’, বার্তা সংস্থা এএফপিকে বলেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো।
তিনি আরো বলেন, ‘এছাড়াও অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। তবে আমরা তাদের জাতীয়তা সম্পর্কে জানি না।’
নৌকাটি রোববার লিবিয়ার বন্দর জুয়ারা থেকে ৯০ জন যাত্রী নিয়ে রওয়ানা দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা