২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢামেকে আগুন : মৃত ৩ জনের পরিচয় মিলেছে

মারা যাওয়া একজনের স্বজনদের আহাজারী - ছবি : নয়া দিগন্ত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আইসিইউতে আগুন লাগার ঘটনায় মারা যাওয়া তিন রোগীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাজী গোলাম মোস্তফা (৬৬), আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কিশোর চন্দ্র রায় (৬৮)।

কাজী গোলাম মোস্তফার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার উজানীতে। বর্তমানে ঢাকার দক্ষিণখানে থাকতেন। তার বাবার নাম কাজী বেলায়েত হোসেন।

নিহতের ছেলে কাজী মারুফ জানান, তাকে ১২ মার্চ করোনা ইউনিটে দুই নম্বরে আইসিইউ’র ৯ নম্বর বেডে ভর্তি করা হয়। তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি।

আব্দুল্লাহ আল মাহমুদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর আটিগ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার মিয়া।

নিহতের আত্মীয় আব্দুস সাত্তার জানান, তিনি গত চার মার্চ করোনা ইউনিট-২ আইসিইউ’র দুই নম্বর বেডে ভর্তি ছিলেন। তিনি মানিকগঞ্জ ঈশান নগর কারী ইসমাইল দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

কিশোর চন্দ্র রায়ের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায়। থাকতেন ঢাকার মোহাম্মদপুর ইকবাল রোডে। তার বাবার নাম বাদীরা লাল রায়।

নিহতের মেয়ের জামাই বিপুল বসাক জানান, গত ৯ মার্চ করোনা ইউনিট আইসিইউ’র ৮ নম্বর বেডে ভর্তি ছিলেন। তিনি চার মেয়ের জনক ছিলেন।

বুধবার সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগেই ধোয়াচ্ছন্ন হয়ে যায় পুরো কক্ষ। এ সময় আইসিইউতে থাকা ১৪ জন রোগীকে পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনের সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানান্তর করা ১৪ রোগীর মধ্যে মারা যান তিনজন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হক বলেন, ‘এ ঘটনায় তিনজন মৃত্যুবরণ করেছেন। যে তিনজন রোগী মারা গেছেন তাদের সবাই মুমূর্ষু অবস্থায় ছিলেন। কারো অগ্নিদগ্ধের কোনো কারণ ঘটেনি। কোনো রোগী আগুনে পুড়ে বা আগুনের ধোয়া থেকে মারা গেছে এমন কোনো ঘটনা আমরা দেখিনি। তবে এটা তদন্ত করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।’


আরো সংবাদ



premium cement
সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা

সকল