রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মাসহ দগ্ধ ৩
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুলাই ২০২০, ১৩:১১
রাজধানীর বংশালে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ এবংএক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বংশাল থানার কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি দ্বিতীয় তলার নিচতলা বাসার পাকঘরে নাস্তা বানানোর সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে এতে মা -বাবা ও দুই শিশুসহ চারজন দগ্ধ হয়। এ ঘটনায় ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যায় দুই বছরের শিশু সন্তান মাইনুদ্দিন। ওই শিশুর বাবা জাবেদ মিয়ার (৩০) শরীরের ৩০শতাংশ, মা শিউলি বেগমের (২৫) শতাংশ ও বোন জান্নাত আক্তার(৪) ৬০ শতাংশ পুড়ে গেছে। শিশু মাইনুদ্দিনের লাশ মিটফোর্ড মর্গে নেয়া হয়েছে।
জাবেদ মিয়ার ফুপু শিউলি বেগম জানান জাবেদ মিয়া আমার ভাতিজা ছোটখাটো একটা ব্যাগের কারখানা বংশাল এলাকায়। এমনিতেই করোনার জন্য ব্যবসা নেই বাড়ি ভাড়াও ঠিকমতো দিতে পারছে না তার মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল আমরা এখন কী করবো।
দগ্ধদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াই ফিতা গ্রামে। দগ্ধরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, সবার অবস্থা সংকটাপন্ন। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা