২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ডিএনসিসি’র মার্কেটে আগুন

ময়নাদের স্বপ্ন কি থেমে যাবে?

- ছবি : নয়া দিগন্ত

চারদিকে উৎকট পোড়া গন্ধ। কালো ছাই আর পানিতে পুরো মেঝে একাকার। এর মাঝে পুড়ে যাওয়া স্বপ্নকে নতুন করে আবারো সাজানোর চেষ্টা করছেন ময়না খাতুন। শনিবার ভোরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান-১ এর কাচাঁবাজারের আগুনের ঘটনায় পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তুপের মধ্যেই নিজের স্বপ্নকে খোঁজার চেষ্টা করছিল ময়না।

আজ রোববার সকালে পুড়ে যাওয়া মার্কেটে গিয়ে দেখা গেল ময়না খাতুনের মতো বেশির ভাগ দোকান মালিক ও কর্মচারী এসেছেন পুড়ে শেষ হয়ে যাওয়া ধ্বংসস্তুপের মধ্যে অবশিষ্ট কিছু আছে কিনা তার খুঁজে পেতে। কিন্তু না, নিরাশ হয়েই ফিরছেন তারা। আগুনের লেলিহান শিখা সব কিছুকে শেষ করে দিয়েছে। দীর্ঘশ্বাসই এখন শেষ পুঁজি তাদের ।

ডিএনসিসি’র এই কাঁচা বাজারের উত্তর দিকের দ্বিতীয় গলিতে ময়না খাতুনের মালিকের তিনটি দোকান। মালিকের নাম শাকিল মিয়া। ময়না খাতুন দীর্ঘ ৪/৫ বছর ধরেই এই দোকানে কাজ করছে। স্বামীর উপার্জন নেই। চার সন্তান নিয়ে থাকেন পাশের এক বস্তিতে। মাসিক বেতন চুক্তিতে কাজ করেন এই তিন দোকানে। মার্কেটে আগুন লাগার আগের দিন রাত অবধি কাজ শেষ করে বাসায় গেছেন। পরদিন ভোরেই জানতে পারেন আগুন লাগার সংবাদ।

নাস্তা না করেই ছুটে আসেন মার্কেটে। কিন্তু ততক্ষণে দোকানের প্রায় সবই শেষ। কিন্তু এই শেষ হওয়ার মধ্যেও নতুন করে আবারো স্বপ্ন দেখতে চায় ময়না। সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করেই নতুন করে স্বপ্ন দেখতে হবে তাকে।

আবার ঘুরে দাঁড়াতে হবে। গায়-গতরের শক্তি যতদিন আছে এখানে না হয় অন্য কোথাও হলেও কাজ তাকে করতেই হবে। নিজের কর্মক্ষেত্র দোকান পুড়লেও কি ময়নাদের স্বপ্ন থেমে থাকবে ?


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল