২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্তের নির্দেশ

ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্তের নির্দেশ - ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী চৌঠা মে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার ঢাকার একটি বিচারিক আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর দিন শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।

মামলাটি তদন্ত করে গত ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান। চার্জশিটে প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে।

গত দোসরা ফেব্রুয়ারি এ চার্জশিটে নারাজি আবেদন দাখিল করে ঢাবি কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি- এই যুক্তিতে নারাজি দাখিল করা হয়। পরে আজ শুনানি শেষে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement

সকল