২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক আটক

ওয়ারীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক আটক - ছবি : সংগৃহীত

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় প্রেমিকের দা-বটির কোপে সীমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর প্রেমিক মো: ইমাম হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ৮টায় দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর আমবাগিচা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার মো: ইমাম হোসেন ভোলার চরফ্যাশন জেলার শশীভূষন থানার মো: কামালের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

নিহত সীমা আক্তারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে। তিনি স্বামী আক্তার হোসেনের সাথে দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর ছোট মসজিদ সেতু টাওয়ার এলাকায় থাকতেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: খায়রুল আলম জানান, মো: ইমাম হোসেনের সাথে দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল সীমা আক্তারের। আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সম্পর্কের সূত্র ধরে সীমা আক্তার প্রেমিক ইমাম হোসেনের ভাড়া বাসায় দেখা করতে এলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইমাম হোসেন সীমা আক্তারকে ঘরে থাকা দা-বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় ইমাম হোসেনকে আটক করে এবং সীমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় সীমা আক্তারের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

অপরদিকে রাজধানীর ওয়ারীর বনগ্রাম দিলিপ মাঠ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবু কায়সার ভুবন (৩২) নামে এক জুতা ব্যবসায়ী আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত ব্যবসায়ী কায়সার বংশালের আলু বাজার পুকুরপাড় এলাকার আবু সায়েমের ছেলে। মঙ্গলবার রাত ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত ব্যবসায়ীর বাবা আবু সায়েম জানান, আমার ছেলে জুতার ব্যবসা করে। সন্ধ্যার পর রিকশায় করে বনগ্রামের দিলিপ মাঠ এলাকায় দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় আমার ছেলের সাথে ব্যবসার ৭০ হাজার টাকা ছিল। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে, দুই হাতে, পিঠে ও বাম পায়ে গুরুতর জখম করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক হোসেন জানান, ওই ব্যবসায়ীকে জরুরি বিভাগে আনা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে কারণে তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement