২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

উত্তরায় স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

উত্তরায় স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী - ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় স্বামীকে বাঁচাতে রামদায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার পর পরেই দম্পতিকে কোপানো দু’জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওই দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছেন। জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি মোটরসাইকেলে ছিলেন এই দম্পতি। তারাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেয়া মোটরসাইকেলের দুই আরোহী আরো কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তারা ধারাল অস্ত্র দিয়ে হামলা করেন।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে।


আরো সংবাদ



premium cement