কারওয়ান বাজারে ইটিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692515_150.jpg)
রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় পেয়ালা কফি হাউজের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রাত ৮টা ২০ মিনিটে ওই কফি হাউজে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা রাত ৮টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায়। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৩৩ মিনিটে। পরে আরো একটি ইউনিট যোগ দেয়। রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার জানান, আগুনের কারণে ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়, যা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে এর ক্ষয়ক্ষতি এখনো জানা সম্ভব হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা