১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ ফাল্গুন ১৪৩১, ১৬ শাবান ১৪৪৬
`

কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন

ইটিভি ভবনে আগুনের ঘটনা ঘটেছে - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন ইটিভি ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ওই ভবনের পেয়ালা কফি হাউজে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ভবনে থাকা একাধিক গণমাধ্যমকর্মী জানান, নিচ তলায় পেয়ালা নামে একটি কফি হাউজ থেকে আগুনের সূত্রপাত।

ইটিভির নির্বাহী সম্পাদক হারুন উর রশিদ আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধোঁয়ায় পুরো ভবন অন্ধকার হয়ে গেছে। সবাই আতঙ্কের মধ্যে আছি। তবে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন।’

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে ভবনের নিচ তলায় পিয়াল রেস্টুরেন্ট নামে একটি দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো: শাহজাহান জানান, রাত ৮টা ২২ মিনিটে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে একজন কলার ফোন করে জানিয়েছেন ইটিভি ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিক দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলে থাকা প্রত্যেক্ষদর্শীরা আরো জানান, ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। আশপাশের ভবনের মানুষ রাস্তায় নেমে পড়ে। এ সময় আগুনের কারণে কারওয়ান বাজার রোডে যানজটের সৃষ্টি হয়।


আরো সংবাদ



premium cement