ঢাবি ও সাত কলেজের ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যেকার ঘটনা নিয়ে এবার অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়া ‘এবিপি আনন্দ’ এই ঘটনাকে নিয়ে নানান মিথ্যা তথ্য প্রচার করছে।
ভারতীয় মিডিয়ায় রিপোর্ট করা হয়েছে, ‘গতকাল রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।’
কিন্তু সাত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১১টার পর শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে এমন কোনো ঘটনা শিক্ষার্থীদের মাঝে ঘটেনি।
ভারতীয় মিডিয়া ‘এবিপি আনন্দ’ আরো লিখেছে, নীলক্ষেত এলাকায় বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু ঘটনাস্থালে উপস্থিত সাংবাদিক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, রোববার রাতে নীলক্ষেত এলাকায় ছাত্রসংগঠনগুলোর মধ্যে কোনো ধরনের সংঘর্ষ ঘটেনি।
বাসস জেনেছে, রাত সাড়ে ১১টার পর শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। নীলক্ষেত এলাকায় ছাত্রসংগঠনগুলোর মধ্যে কোনো সংঘর্ষ ঘটেনি।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা