আফতাবনগরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬
রাজধানীর বাড্ডার আফতাবনগর চায়না প্রোজেক্ট এলাকায় আব্দুস সালাম (৬৫) নামে এক অটোরিকশাচালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত মধ্যরাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুস সালামকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সালাম শেরপুর সদর এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি মেরুল বাড্ডায় এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
নিহতের ভাতিজা সুজন বলেন, ‘আমার চাচা একজন অটোরিকশাচালক। রাতে বাড্ডার আফতাবনগর চায়না প্রজেক্টের ব্লক-এন ৫ নম্বর সেক্টর এলাকায় অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা আমার চাচার মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে চাচা। আমরা খবর পেয়ে ঘটনাস্থান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা