২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত - প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাথী নোয়াখালীর সেনবাগ উপজেলার সাঁতার পাইয়া গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে বিউটি পার্লারে কাজ করতেন।

সাথী আক্তারকে হাসপাতালে নেয়া প্রতিবেশী মোহাম্মদ রনি জানান, সাথী একটি বিউটি পার্লারে কাজ করতেন। সকালে শনিরআখড়া অগ্রদূত স্কুলের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement