২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

নিউমার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, গ্রেফতার ৬

নিউমার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, গ্রেফতার ৬ - ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানা গেইটে গ্রেফতার আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে নিউমার্কেট থানা গেইট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার করা হয়- মো: বশির ইসলাম (২১), মো: হাসান (২১), মো: ইমন (২৫), মো: মাসুম মাহমুদ (৩২), মো: আলামিন (৩০) ও মো: আকবর আলীকে (২১)।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, রাজধানীর নিউমার্কেটের এ্যালিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় রুজুকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে (৩৫) রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোরে থানা পুলিশের টিম গ্রেফতার মিথুনসহ নিউমার্কেট থানা গেইটে আসামাত্রই গ্রেফতার আসামিসহ এজাহারনামীয় ১৩ জন এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার তারিক লতিফসহ কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের পুলিশের আইনানুগ কাজে বাধা না দিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করে। তাদের হামলার পাঁচজন পুলিশ আহত হন। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও তাৎক্ষণিক তৎপরতায় হামলাকারীদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় নিউমার্কেট থানায় গ্রেফতারকৃত এবং পলাতকদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরো জানা যায়, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল