মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭, আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:০৪
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওরান বাজার মোড় থেকে সরিয়ে দেয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করেছে কর্মীরা।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে তারা কারওরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ অভিমুখে রওনা হন।
এরপর প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় রমনা থানার ওসি চার সদস্যের প্রতিনিধি নিয়ে মন্ত্রণালয় প্রবেশ করে।
আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের কাওরান বাজার অবস্থান করতে দেয়া হয়নি। তাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করব। সেখানে আবার আমাদের দাবিগুলো উপস্থাপন করব।’
এদিকে, তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে কাওরান বাজার বাংলামোটর ও শাহবাগমুখী সড়কে যানযট সৃষ্টি হয়। এর ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে, সকাল ৯টা থেকে চার দাবি নিয়ে কারওরান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর বেলা ১১টার পর আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হলে তারা সরে যেতে বাধ্য হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা