ঢাবিতে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
- ঢাবি প্রতিনিধি
- ২২ জানুয়ারি ২০২৫, ১১:৪১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেশিয়ামের সামনে মেহগনি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। এর আগে ৯টার দিকে শিক্ষার্থীরা গাছের ডালে ঝুলন্ত লাশটি দেখে পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানায়।
ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৫০ বছর।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক শিক্ষার্থী নয়া দিগন্তকে বলেন, ‘আমরা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। এ সময় জিমনেশিয়ামের সামনে কিছু মানুষ ওপরের দিকে তাকিয়ে কানাঘুষা করছে। পরে গিয়ে দেখি, একটা লাশ ঝুলছে। আমরা তাৎক্ষণিক প্রক্টরিয়াল টিমকে খবরটি জানায়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো: সাইফুদ্দিন আহমদ বলেন, ‘সকালে আমরা জানতে পারি যে জিমনেসিয়াম এলাকায় গাছে এক ব্যক্তির লাশ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে লাশ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।’
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান গণমাধ্যমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সাথে সাথে সেখানে গিয়ে গাছ থেকে লাশটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা