১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`
পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি বাদ

এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি - ছবি : সংগৃহীত

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ অনেকেই আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

এ সময় আহত হয়েছেন ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রূপাইয়া স্রেষ্টা তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫), শৈলী (২৭) ও সাংবাদিক জুয়েল মার্কসহ (৩৫) অনেকে।

এ ব্যাপারে শান্তিময় চাকমা বলেন, ‘পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ পুনরায় লিখনের দাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-জনতা মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে লাঠি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।’

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: ফারুক বলেন, ‘আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’


আরো সংবাদ



premium cement