১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার - ছবি : সংগৃহীত

মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: ইবনে মিজান -এর নেতৃত্বে মোহাম্মদপুর জোন -এর সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম সাড়ে চার ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করে। মোহাম্মদপুরের রায়ের বাজার, বোটঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় এই অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এতে আরো বলা হয়, গ্রেফতারদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।


আরো সংবাদ



premium cement