১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`
হত্যা মামলার আসামি

গ্রেফতার অবস্থায় উত্তরা পূর্ব থানা থেকে পালালেন সাবেক ওসি

সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেফতার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই থানা-পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উত্তরা-পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিবুল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান নয়া দিগন্তকে জানান, বিষয়টি তার জানা নেই। খবর নিয়ে পরে জানানো হবে।

জানা গেছে, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম গত ১ আগস্ট শাহবাগ থানার পরিদর্শক তদন্ত থেকে ওসি হিসেবে এ থানায় যুক্ত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ওই সময় তার নির্দেশে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যাসহ অসংখ্য আহতের ঘটনা ঘটে। 


আরো সংবাদ



premium cement