১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

আইল্যান্ডে অ্যাম্বুলেন্স : ৩ গাড়িতে আগুন, নিহত ৪

দুর্ঘটনায় পুড়ে যাওয়া মাইক্রোবাস ও বাস। - ছবি : নয়া দিগন্ত

ঢাকা-আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও দু’টি ঢাকাগামী বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্স ও দু’টি বাসে আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্স আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এ সময় পিছন দিক দিয়ে নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার শ্যামলী পরিবহন ও ঝুমুর পরিবহনের দু’টি বাসে অ্যাম্বুলেন্স থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত চারজনই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছেন সাভার জোনের ফায়ার সার্ভিসের ডি এ ডি মো: আলাউদ্দিন। এ ছাড়া গাড়ির নিচের বাংকারে থাকা অনেকগুলো ছাগল পুড়ে মারা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত ফায়ার সার্ভিসের ও পুলিশ কর্মকর্তারা। নিহতদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একজন ১২/১৩ বছরের শিশু রয়েছে। এ ঘটনায় দুই বাসের সাতজন গুরুতর আহত হলে রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কজনক।

এ দিকে অ্যাম্বুলেন্স এবং দুই বাসের মধ্যে যখন আগুন লাগে তখন মহাসড়ক দিয়ে যাওয়ার সময় খড় বোঝাই একটি ট্রাকেও আগুন লেগে যায়। আগুন লাগা ট্রাকটি তখন দ্রুত চালিয়ে গেলে পুরো ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। ট্রাকটি হেমায়েতপুরে গেলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার হাইওয়ে থানার উিউটি অফিসার (এসআই) মোহাম্মদ রনজু নয়া দিগন্তকে জানান, লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার জোনের ফায়ার সার্ভিসের ডি এ ডি মো: আলাউদ্দিন জানান, বাস যাত্রী আহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা ভালো না।


আরো সংবাদ



premium cement