০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

বর্ষীয়ান আলী আকবর হারিয়ে গেছেন, তথ‌্য দি‌য়ে সহায়তার আহ্বান

আলী আকবর - ফাইল ছবি

আলী আকবর নামে একজন বর্ষীয়ান সমাজসেবক হারিয়ে গেছেন। তার সন্ধানে সকলের সহায়তা কামনা করেছে পরিবার।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১টার দিকে ঢাকার রামপুরা আবুল হো‌টেল এলাকা থেকে হারিয়ে যান তিনি। তার বয়স আনুমানিক ৭৫ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের পোশাক।

মাইল্ড স্ট্রোক আক্রান্ত হওয়ার পর তিনি এখন মানসিক অনেকটা ভারসাম্যহীন অবস্থায় আছেন। ফলে বাসা চিনে ফিরে আসা তার পক্ষে প্রায় অসম্ভব।

হারিয়ে যাওয়ার সময় তিনি রামপুরা এলাকায় মেয়ের বাসায় ছিলেন। তার নিজ বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার ধর্মগঞ্জে।

কেউ তাকে দেখ‌তে পেলে 01911713125 ন‌ম্বরে ফোন করার জন‌্য অনু‌রোধ জানিয়েছে পরিবার।


আরো সংবাদ



premium cement