মুগদায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫
রাজধানীর মুগদা মান্ডা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিল আরমান সিয়াম (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
আহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী নজরুল ইসলাম জানান, আমরা মুগদার মান্ডা এলাকায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখতে পাই। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, আমরা তার ভোটার আইডি কার্ড দেখে তার নাম পরিচয় শনাক্ত করি। নিহত যুবক সবুজবাগের দক্ষিণ মান্ডার ৩৩২ নম্বর বাসার আকরাম হোসেনের ছেলে। তিনি আবু জ্বর গিফারী কলেজের শিক্ষার্থী ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা