রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:২৫
রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক বিজয় সরণি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এমাদুল হক কাজল (৩৩) পিরোজপুরের নেছারাবাদের মোহাম্মদ সৈয়দের ছেলে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমাদুলের মোটরসাইকেলটি অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তিনি গুরুতর আহত হন এবং তৎক্ষণিক তাকে উদ্ধার করা হয়। রাত ১০টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেয়ার চেষ্টা করার পর এমাদুলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা