০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সাত মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি

সাত মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি - ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির এক দোকানে তালা মেরে নামাজে যান বিক্রয়কর্মীরা। এরই মধ্যে ঘটে দুধর্ষ চুরির ঘটনা। ১৫৯ ভরি সোনা নিতে চোরচক্র সময় নিয়েছে ৭ মিনিট।

গতকাল শুক্রবার বেলা ১টার দিকে ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ার বিপণিবিতানের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে একটি সোনার দোকানে এ চুরি ঘটে।

জানা গেছে, চুরির উদ্দেশে দোকানের সামনে আসে নয় যুবক। তাদের মধ্যে দু’জন ছাড়া সবার মুখে ছিল মাস্ক। এরপর একজন একটি চাদর দিয়ে দোকানের শাটার আঁড়াল করেন। আর এই সুযোগে চোর চক্রের দুই সদস্য চাদরের আঁড়ালে গিয়ে শাটারের তালা কাটেন। পরে একজন দোকানের ভেতরে ঢুকে। বাকি সদস্যরা পাশের দোকানের জিনিসপত্র কেনার নামে তাদের ব্যস্ত রাখলেন। ৭ মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে ১৫৯ ভরি স্বর্ণ নিয়ে বেরিয়ে যান চোরচক্রের সদস্যরা।

পুলিশ বলছে, দোকান ও মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বেলা ১টা ১ মিনিটের দিকে নয়জন লোক দোকানের সামনে ঘুরাফেরা করছেন। এর সাত মিনিট পর ব্যাগে ভরে স্বর্ণ নিয়ে বেরিয়ে যান। তাদের দু’জন বাদে সবার মুখে মাস্ক ছিল। চুরির সাথে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্ত স্কয়ারে স্বর্ণ ও ডায়মন্ডের তিনটি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নিচতলায়। এর আশপাশে কাপড় ও প্রসাধনীর দোকান রয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম ছিল। ক্রেতার বেশে চোর চক্রের সদস্যরা বিপণিবিতানে ঢোকে।

দোকানের মালিক কাজী আকাশ বলেন, দোকানের শাটারে একটি তালা মেরে জুমার নামাজে যায় বিক্রয়কর্মীরা। এই সুযোগে তালা কেটে ভেতরে ঢুকে দোকানে সব স্বর্ণ চুরি করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন।


আরো সংবাদ



premium cement
খালেদা জিয়ার গাড়ির রুট প্রকাশ যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শীতকালীন ঝড় রাজধানীতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার সাবেক হুইপ কমলের ক্যাশিয়ার তপনকে পুলিশে দিল ছাত্র-জনতা পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিপিএলের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সিলেটের দর্শকরা অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ আলম তামিমের বিধ্বংসী ইনিংসে বরিশালের বড় জয় স্যাকমোদের ইতিহাস, অতীত থেকে বর্তমান : ডাক্তার হওয়ার স্বপ্ন কতটা যৌক্তিক? মিরপুরে মোটরসাইকেলের গ্যারেজে আগুন যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি ও প্রযুক্তিখাতে বিনিয়োগের আহ্বান

সকল