সড়ক দুর্ঘটনায় গত বছর নিহত ৮৫৪৩, আহত ১২৬০৮
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৩
দেশে সড়ক দুর্ঘটনায় গত বছর আট হাজার ৫৪৩ জন নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ’ উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, ২০২৪ সালে ছয় হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আট হাজার ৫৪৩ জন। এছাড়াও আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ছয় হাজার ৯৭৪টি দুর্ঘটনায় নয় হাজার ২৩৭ জন নিহত এবং ১৩ হাজার ১৯০ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৩১৫ জন আহত হয়েছে। নৌ-পথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ রয়েছে। এই সময় দুই হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই হাজার ৫৭০ জন নিহত ও তিন হাজার ১৫১ জন আহত হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা