০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

রাজধানীসহ পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশসহ আহত ৩

রাজধানীসহ পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশসহ আহত ৩ - প্রতীকী

রাজধানী ঢাকা ও গাজীপুরের তিনটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক এ ঘটনা নিশ্চিত করেন।

তিনি জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা মিনা বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজন বর্মন (১৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত রাজন নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার দয়াকান্দি গ্রামের রমেশ বর্মনের ছেলে। যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি।

আহতের বাবা রমেশ বর্মন বলেন, ‘আমার ছেলে দনিয়া কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী। গতরাতে কাজলা মিনা বাজারের গলি দিয়ে বাসায় ফিরছিল সে। ওই সময় অজ্ঞাতপরিচয়ের তিন ছিনতাইকারী আমার ছেলের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। পরে ছিনতাইকারীরা আমার ছেলের বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে রাজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি রাখেন।’

এদিকে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান আদর্শ গলির সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাজল আহমেদ (৪৪) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। কাজল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নুর আহমেদের ছেলে।

আহত কাজলের ভাগ্নি তন্নী আক্তার বলেন, ‘আমার মামা অটোরিকশায় যাওয়ার পথে গোড়ান আদর্শ গলির সামনে দু’তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে চাপাতি দিয়ে মামার পায়ে আঘাত করে। এ সময় ছিনতাইকারীরা মামার কাছ থেকে মোবাইলসহ নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মামাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি করেন।’

অন্যদিকে গাজীপুরে টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৩৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা আরেক পুলিশ সদস্য নূর মোহাম্মদ বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর সবুজবাগের বাসা থেকে পিকআপে করে বাসার মালপত্র নিয়ে টাঙ্গাইল যাওয়ার সময় চার-পাঁচজন ছিনতাইকারী পাথর ছুঁড়ে পিকআপের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা পায়ের বামপাশে ছুরিকাঘাত করে পুলিশ সদস্য মোশারফের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।’

তিনি আরো জানান, সম্প্রতি কনস্টেবল মোশারফের বদলি হয়েছে। এ কারণে বাসার মালপত্র নিয়ে তিনি টঙ্গী থেকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় তার নতুন কর্মস্থলে যাচ্ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, ছিনতাইয়ের ঘটনাগুলো সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল