‘সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন সংস্কার করে ব্যবহার সম্ভব’
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪
সচিবালয়ের পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে মনে করছেন ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া।
আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ‘বুধবার আগুন লাগার সাথেসাথেই আমরা গণপূর্তের লোকজন এসেছিলাম, আমাদের খুব বেশি দেরি হয়নি। ফায়ার সার্ভিসকে আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি।’
সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয় চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে আব্দুল মান্নান ভূঁইয়া এসব কথা বলেন।
ভবনটিতে মোটামুটি ছয়টি মন্ত্রণালয় রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি ফ্লোরে ৪০-৫০টি কক্ষ রয়েছে। চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এছাড়া কোথাও কোথাও পরিপূর্ণ আবার কোথাও কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ইডেন ভবন গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী।
ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কিনা- এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ‘উচ্চ পর্যায়ে অনেক টিম তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।’
তিনি আরো বলেন, ‘তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্তের পর বোঝা যাবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ‘যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখনই হয়তো আমরা বুঝব এটি সংস্কার করতে কতদিন লাগবে। এছাড়া এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফিলতি বা অবহেলা ছিল না।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা