০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

হাসনাতের আহ্বানেও রাস্তা ছাড়েননি চিকিৎসকরা

হাসনাতের আহ্বানেও রাস্তা ছাড়েননি চিকিৎসকরা - ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহের আহ্বানেও রাস্তা ছাড়েননি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। আগামী জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা করা হবে বললেও শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগে চিকিৎসকদের সাথে কথা বলতে আসেন হাসনাত আবদুল্লাহ। তিনি চিকিৎসকদের বলেন, আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হবে। এ সময় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তবে চিকিৎসকরা তার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে সরকার এক প্রজ্ঞাপনে ভাতা ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা বাড়ান। তবে তা না মেনে সড়কে অবরোধ করে রাখায় আজ জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা ভাতা করা হবে বলে জানিয়েছে সরকার। তবে তাতে মানতে নারাজ ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনকারীরা।


আরো সংবাদ



premium cement