পল্টনে ১৪ তলা ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:০৫
পল্টনে একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে লিমা নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় লিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হেলে সেখানে লিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত লিমা (১৬) ময়মনসিংহের বাসিন্দা মো: নয়নের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকা থেকে এক যুবক ডা. অনন্যা নামে এক নারী ও গৃহকর্তা খাইরুল কবির লিমাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি তারা। লিমা ভবন থেকে কিভাবে নিচে পরে যায় তা জানাতে অস্বীকার করেন তারা। লিমার দুই পা ভাঙ্গা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পল্টন থানা তদন্ত করছে।
হাসপাতালে গৃহকর্তা খাইরুল কবির জানান, তাদের বাসা পুরানা পল্টন কালভার্ট রোডের ইস্টার্ন রেইনবো টাওয়ারে। ভবনের নবম তলায় স্ত্রী ও খারজিন কবির নামে ছেলেকে নিয়ে থাকেন। ভবনের ১৪ তলায় মেয়ে ডা. অনন্যা থাকেন। লিমা তাদের বাসায় দেড় বছর যাবত কাজ করত। নবম তলা ও ১৪ তলায় দুই জায়গাতেই থাকত সে। সকালে নবম তলায় আমাদের কক্ষে নাস্তা দেয় লিমা।
এর কিছুক্ষণ পরে আরেক কাজের মেয়ে জানায়, লিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে নিচ থেকে নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন, কে যেন ওপর থেকে পড়ে গিয়েছে। তখন ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই লিমাকে। দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিভাবে নিচে পড়েছে তাদের জানা নাই।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাছান জানান, লিমা পল্টনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো। সকালে ভবনের ১৪ তলা থেকে নিচে পরে গিয়ে মারা যায়। বিষয়টি বিস্তারিত জানতে তদন্ত চলছে।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা