ট্রাকচাপায় ফায়ার ফাইটার নয়ন নিহত : চালক ও হেলপার কারাগারে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০২৪, ২২:০৫
সচিবালয়ে আগুন নির্বাপণে দায়িত্বপালনকালে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার ট্রাকচালক বেলাল হোসেন ওরফে সুমন (৩৬) ও হেলপার ফরহাদকে (২০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, বুধবার রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়।
আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এরপর নয়নকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
নিহত নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন হলেও তাকে ঢাকায় এনে তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়েছিল।
এ ঘটনায় বংশালস্থ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টেশনের সদস্য রুহুল আমিন মোল্লা বৃহস্পতিবার সকালে বাদি হয়ে সড়ক পরিবহন আইনে এ মামলা করেন। মামলায় বেলাল হোসেন ওরফে সুমন ও ফরহাদকে আসামি করা হয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা