বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগে সরকারের নিন্দা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১
বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযানও চালিয়েছে।
এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গ্রামটি পরিদর্শনে যাবেন।
পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনঃনির্মাণে সর্বাত্মক সহযোগিতা করতে তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আজাদ বলেন, পুলিশ ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বান্দরবান থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের কর্মকর্তাদের পাঠিয়েছে।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি নতুন পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি বসতঘর দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যায়।
সূত্র : ইউএনবি ও অন্যান্য
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা