২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তাবলীগের ২ পক্ষকে নিয়ে প্রধান উপদেষ্টাকে সংলাপের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর সংবাদ সম্মেলন - ছবি : বিবিসি

বাংলাদেশে তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষকে নিয়ে ‘সংলাপের আয়োজন’ করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান।

এ শিক্ষার্থীরা নিজেদের সাধারণ ছাত্র বলে দাবি করেছেন এবং তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে জানিয়েছেন।

তাবলীগ জামাতের বিবাদ নিরসনে তারা কিছু প্রস্তাবনা তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন বলে জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ তানিম সংবাদ সম্মেলনে বলেন, ‘বয়ানের অভিযোগ সাদ (মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভী) সাহেবকে নিয়ে এবং সাদ সাহেবের আমির থাকা না থাকা নিয়ে। এজন্য দুই পক্ষের মুরুব্বিদের সংলাপে আসতে হবে।’

তিনি আরো বলেন, ‘নির্ভরযোগ্য যারা, আমরা দুই পক্ষের মুরুব্বিরা যাদেরকে মানি..যদি দুই পক্ষ একত্রিত হয়, তাহলে আমরা দু’জন মুরব্বির মধ্যস্থতায়, তাদের বিচারক হিসেবে রেখে সংলাপে বসে একটা সমাধানে আসতে পারি।’

সংবাদ সম্মেলন ১১টি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে সাদ এবং শূরাপন্থীদের বিরোধের কার্যকর সমাধান, দেশব্যাপী উগ্রপন্থা-সহিংসতা-মব জাস্টিস বন্ধ করা, সাংবাদিকসহ মুসল্লিদের জানমালের নিরাপত্তা রক্ষায় জরুরি পদক্ষেপ নেয়া।

বাংলাদেশে তাবলীগ জামাতের দু’টি অংশ শূরা ও সাদপন্থীদের মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে, যা এর আগে কয়েক দফা সংঘর্ষে গড়িয়েছে।

সর্বশেষ ১৭ ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশত অনুসারী আহত হয়েছেন।

সর্বশেষ গতকাল মঙ্গলবার কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভীর অনুসারীদের নিষিদ্ধের দাবি করেছেন শূরাপন্থীরা।

উল্লেখ্য, তাবলিগের মাঝে এই দ্বন্দ্ব শুরু হয়েছে তিনটি কারণে। তা হলো, তাবলিগের বিশ্ব নিয়ন্ত্রক পর্ষদ ভেঙে মাওলানা সাদ কান্ধলভী কর্তৃক একক আমির হওয়ার দাবি, সংস্কারের নামে তাবলিগকে বিকৃতকরণ ও ধর্মীয় বিষয়ে ভুলভাল আলোচনার কারণে। এই তিনটি কারণে শূরাপন্থীরা মাওলানা সাদ কান্ধলভীর বিরোধিতা শুরু করেন। পরে সাদ কান্ধলভীর কিছু অনুসারী মিলে আলাদাভাবে চলতে শুরু করে। তারা নিজেদের এতায়াতি নামে প্রতিষ্ঠা করে। 

সূত্র : বিবিসি ও অন্যান্য 


আরো সংবাদ



premium cement
রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট বিচার বিভাগ পৃথকীকরণ ও পৃথক সচিবালয় গঠনে অগ্রগতি নেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার প্রস্তুতি চলছে স্বৈরশাসক সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা

সকল