২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

- ছবি : বাসস

রাজধানীর মালিবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ রোববার বেলা ১১টায় শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মালিবাগ রেললাইনের পাশে শটগানের বেশকিছু কার্তুজ পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহল দল সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। কার্তুজগুলোর গায়ে ‘ইচ ২০২৩’ লেখা আছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এগুলো থানা পুলিশ হতে লুট হওয়া কার্তুজ হতে পারে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement