২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মগবাজারে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

ট্রেনের ধাক্কায় আপন নামে এক কিশোর নিহত হয়েছেন - ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

এদিকে, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে আসেন নিহতের চাচাত ভাই শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘তাদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী হাজীপাড়া এলাকায়। আপনের বাবা মরহুম গোলাম মোস্তফা। আর মা আবার বিয়ে করে সংসার করছেন। ঢাকায় মগবাজার এলাকায় থাকতো আপন। ভবঘুরে জীবনযাপন করত সে।’

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: ফারুক বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’


আরো সংবাদ



premium cement