বনশ্রীতে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৯
রাজধানীর বনশ্রীর একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো: শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। রাত ৯টা ৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর রাত সাড়ে ৯টায় আগুন নির্বাপণ করা হয়।
এর আগে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি তিনি।
এরও আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রাণপণ চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
জানা গেছে, ওই আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা