শিশু চিকিৎসকদের পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪
শিশু চিকিৎসকদের পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের ( বিপিএ) উদ্যোগে আজ বুধবার সকালে মহাখালিতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের আঙ্গিনায় এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপিএর সভাপতি ডা. মেজবাহ উদ্দিন। সারাদেশ থেকে প্রায় পাঁচ শ' শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এই সমাবেশে যোগদান করেন।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, অধ্যাপক জিয়াউর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, ডা. মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি শিশু চিকিৎসকদের পদোন্নতি বন্ধ রয়েছে। অনেকেই ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পদবঞ্চিত ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশের ৩৯টি সরকারি মেডিকেল কলেজে, জেলা হাসপাতাল ও উপজেলা হাসপাতালে মারাত্মক চিকিৎসক ও শিক্ষক সংকট রয়েছে। এতে শিক্ষা, প্রশিক্ষণ ও চিকিৎসা কার্যক্রম ব্যাপকভাবে ব্যহত হচ্ছে। অন্যদিকে কয়েক হাজার শিশু চিকিৎসক সকল প্রকার যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন, পদোন্নতি না পেয়ে অবসরে চলে যাচ্ছেন।
তারা বলেন, অপ্রতুল শিশু চিকিৎসক দিয়ে অতিরিক্ত রোগীর চাপে প্রায় প্রতিদিন চিকিৎসকদের সাথে রোগীদের অপ্রীতিকর ঘটনা ঘটছে। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করে উন্নত জাতি গঠনে ভূমিকা পালন করে সমগ্র শান্তিকামী জনগণের প্রশংসা কুড়াচ্ছেন। বিপিএ আশা করে সারা দেশে শিশু স্বাস্থ্য সেবার সংস্কারের লক্ষ্যে বিদ্যমান পদোন্নতি জট নিরসন এবং আরো প্রয়োজনীয় পদসৃষ্টি দ্রুততার সহিত বাস্তবায়ন করবেন।
সমাবেশ শেষে বিপিএর একটি প্রতিনিধিদল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফরের কাছে স্মারকলিপি পেশ করেন।
বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা