০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ভারতকে ‘সুপ্রতিবেশীসুলভ’ আচরণ করার পরামর্শ ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় - ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যের প্রতিবাদে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এই বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা, নবগঠিত স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির (স্মারক) সদস্যরা, জগন্নাথ হলের শিক্ষার্থীরাও শামিল হয়েছিলেন তাতে।

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির আহ্বায়ক সাঈদ আহমেদ সরকার মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, ‘ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ভুল বোঝাবুঝি তৈরি করা হচ্ছে। তাদের বুঝা দরকার যে এখানে একটি গণঅভ্যুত্থান হয়েছে।’

‘বাংলাদেশকে আগের মতো ট্রিট করলে সেটা তাদের ভুল হবে। আমাদের বক্তব্য হলো, তোমরা তোমাদের জায়গায় থাকো। আমাদের দেশে হিন্দু বলে কোনো কথা নাই। আমরা সবাই বাংলাদেশী।’

গতকাল শিক্ষার্থীরা যে মিছিল বের করে, তাতে একাত্মতা জানিয়েছিল জগন্নাথ হলের শিক্ষার্থীরাও।

‘প্রথমদিকে আমরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করি। পরে জগন্নাথ হলের অনেক শিক্ষার্থী আলাদাভাবে মিছিল বের করে একাত্মতা প্রকাশ করে,’ বলছিলেন সাঈদ আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে হিন্দুসহ অন্যান্য অমুসলিম শিক্ষার্থীরা থাকেন। ভারতে সংঘটিত ওই ঘটনার বিরুদ্ধে ওই হলের শিক্ষার্থীরা প্রতিবাদ করায় সেই মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে আলোচিতও হয়।

গতকাল যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে, সেগুলোতে শিক্ষার্থীদের স্লোগান ছিল ‘টু জিরো টু ফোর, আগ্রাসন নো মোর’, ‘ভারতীয় দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দূতাবাসে হামলা কেন? হুঁশিয়ার! সাবধান!’


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল