২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া - ফাইল ছবি

রাজধানীর তিন কলেজের শিক্ষার্থীদের হামলা-সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

এদিন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাথে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা-সংঘর্ষ হয়।

আসিফ মাহমুদ বলেন, ‘শত চেষ্টা ও বসে সমাধান করার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। শিক্ষার্থীদের এগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনীও স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো।’

তিনি বলেন, ‘সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের কয়েকশ শিক্ষার্থী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

তার আগের দিন ওই দু’টি কলেজে হামলা করে ব্যাপক ভাংচুর চালিয়েছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার পুরান ঢাকায় অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডেঙ্গুতে আক্রান্ত এক শিক্ষার্থী। অভিজিত নামে ওই শিক্ষার্থীর মৃত্যু ‘ভুল চিকিৎসায়’ হয়েছে বলে অভিযোগ উল্লেখ করে হাসপাতালটিতে হামলা চালায় তার সহপাঠীরা। পরে হাসপাতালের পার্শ্ববর্তী কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজেও ব্যাপক হামলা ও ভাংচুর চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও তাদের সহযোগী হয়ে আসা আরো কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

এর পাল্টা হিসেবেই আজ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement