রাজধানীতে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ নভেম্বর ২০২৪, ১০:১১, আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৯
রাজধানীর উত্তরায় একটি পণ্যবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সেখানে ডাবল লাইন থাকায় এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রামগামী একটি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় উত্তরার জয়নাল মাকের্ট এলাকায় এ দুর্ঘটনা হয়।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে জংশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ৬টায় জয়নাল মার্কেট এলাকায় মালবাহী বগি লাইনচ্যুত হয়।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’