২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার

অটোরিকশার চালকদের গণঅবস্থান কর্মসূচি - ছবি : ইউএনবি

ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাথে আগামীকাল সোমবার বৈঠক অনুষ্ঠিত হবে।

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে অটোরিকশাচালকরা। তাদের কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অটোরিকশা চালকদের গণঅবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সাথে বৈঠকে বসবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম ইউএনবিকে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘ইউনিয়নের একটি প্রতিনিধি দল আগামীকাল (সোমবার) ডিএমপি কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে বৈঠকে বসবে। আশা করি, এই বৈঠক থেকে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’

ইতোমধ্যে তাদের আরেকটি প্রতিনিধি দল এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামানের সাথে দেখা করেছে।

দাবি পূরণে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একটি রিট আবেদন করা হবে বলেনও জানান আরিফুল ইসলাম।

এর আগে রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।

ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত ১৯ নভেম্বর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর প্রতিবাদে রাস্তায় নামেন রিকশাচালকরা।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

সকল