২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা - ছবি : ইউএনবি

রাজধানীর ফার্মগেটের একটি ৭ তলা ভবনের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সকাল সাড়ে ৯টার দিকে ভবনের বেজমেন্টের একটি গোডাউনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৯টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

তিনি জানান, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে।


আরো সংবাদ



premium cement