অ্যান্টিমাইক্রোবিয়াল প্রাণি ও পরিবেশের জন্য বড় হুমকি
- নিজস্ব প্রতিবেদক
- ২২ নভেম্বর ২০২৪, ২৩:০৩
অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ মানুষ, প্রাণি ও পরিবেশের জন্য একটি বড় হুমকি বলে মন্তব্য করেছেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িস্থ কেআইবি চত্বরে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৪ উদযাপনের অংশ হিসেবে এক র্যালির আয়োজন করা হয়। এ র্যালির উদ্বোধনকালে রেয়াজুল হক এ মন্তব্য করেন।
তিনি বলেন, এ ধরনের র্যালি জনসাধারণকে এই নিরব মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করবে।’
‘অ্যান্টিমাইক্রোবিয়ালের অকার্যকারিতা নিজে জানুন, অপরকে জানান, প্রতিরোধের এখনই সময়’ প্রতিপাদ্যে এ বছর দিবসটি পালিত হয়। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় ওয়ান হেল্থ পদ্ধতির সামগ্রিক উদ্যোগের প্রয়োজনীয়তা সামনে আনা হয়।
সাইকেল র্যালিটি কেআইবি চত্বর থেকে শুরু হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়। এতে ৫০ জনেরও বেশি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন পেশাজীবী, ভেটেরিনারিয়ান, নীতিনির্ধারক, শিক্ষার্থী, কমিউনিটি নেতা ও সচেতন নাগরিকবৃন্দ।
তারা সাইকেলে করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রঙিন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (এআই) শাহ জামান খান, ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ফরিদা ইয়াসমিন, উপপরিচালক (প্রশাসন) ডা. মো: তারেক হোসেন, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম, ডিডি হেল্থ ডা. শাহিন, ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ডা. কবির আহমেদ, কৃষিবিদ এমদাদুল হক প্রমুখ।